টেইলর গ্রিনের টুইটার অ্যাকাউন্ট স্থগিত

২১ জুলাই ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নারী কংগ্রেস সদস্য মারজোরি টেইলর গ্রিনের অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করেছে টুইটার কর্তৃপক্ষ ।

করোনা মহামারির মধ্যে বিভ্রান্তিকর পোস্ট দেয়ার কারণে আগামী ১২ ঘণ্টা তার অ্যাকাউন্ট শুধু ‘রিড অনলি’ মুডে থাকবে বলে জানিয়েছে তারা।

 সোমবার একটি পোস্টে মারজোরি লিখেন, করোনার ভ্যাকসিন আবশ্যিক নয়। আরেকটি পোস্টে তিনি বলেন, ৬৫ বছরের কম বয়স্কদের জন্য করোনা ভয়ঙ্কর নয়।

বিবিসি


মন্তব্য
জেলার খবর