মন্তব্য
বিশ্বের দ্রুততম স্থলযান ‘ম্যাগলেভ ট্রেন’ সামনে আনল চীন। বিমানের চেয়েও দ্রুতগতির ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০০ কিলোমিটার।
ম্যাগলেভ ট্রেন চলবে ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে। তবে সেটি রেললাইনকে স্পর্শ করবে না। ঘর্ষণজনিত তাপ এড়াতে ট্রেন এবং লাইনের মধ্যে কিছুটা ফাঁক থাকবে।
চীনের নিজস্ব আবিষ্কৃত এবং উপকূলীয় শহর কিংদাওয়ে তৈরি এই ট্রেনটি সর্বোচ্চ গতিতে চললে সেটি হবে বিশ্বের মধ্যে স্থলভাগে চলাচলকারী যানবাহনের মধ্যে সবচেয়ে দ্রুততম।
রয়টার্স