ঈদের শুভেচ্ছা বিনিময়কালে গুরুত্বপূর্ণ বিষয়ে এরদোগান-রুহানির আলোচনা

২২ জুলাই ২০২১

টেলিফোনের মাধ্যমে পরস্পরের মধ্যে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করলেন তুরস্কের প্রসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শুভেচ্ছা বিনিময়কালে দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তারা। আলোচনাকালে একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন। নিজেদের সরকার ও জনগণের পক্ষ থেকে বুধবার এ শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরান ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘এ অঞ্চল এবং মুসলিম বিশ্বে ইরান ও তুরস্ক দুটি বৃহৎ শক্তি। কাজেই আঞ্চলিক সমস্যাগুলোর সমাধানে এ দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

তেহরান-আঙ্কারা সম্পর্কোন্নয়নে প্রেসিডেন্ট রুহানির ভূমিকার প্রসংশা করে অপর প্রান্তে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও তুরস্ক অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।’

তিনি সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের চলমান সঙ্কট নিরসনে তেহরান ও আঙ্কারার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা কামনা করেন।


মন্তব্য
জেলার খবর