সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামের একটি ডোবা থেকে বৃহস্পতিবার দুপুরে ভাসমান এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি সৈয়দপুর ইশানকোনা নদীর পাড় এলাকার অস্থায়ী বাসিন্দা ও দিনমজুর লিটন মিয়ার ছেলে মারুফ আহমেদের। পরিবার ও স্থানীয়রা বলছেন, পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানান, দুপুরে বাড়ির সংলগ্ন ধানের ক্ষেতের পাশে ওই ডোবায় যায় মারুফ। পরে আর তাকে সেখানে দেখা যায়নি। অনেক খোঁজাখুজির পর তাকে সেখানে ভাসতে দেখা যায়। উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লিটন মিয়ার বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার আলমাছি গ্রামে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুপ্রিয়া জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
মনোয়ার চৌধুরী/এমকে