কৌশলগত ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘোষণা ইরানের

০৯ ফেব্রুয়ারী ২০২২

ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ জানিয়েছেন, তার বাহিনী শিগগিরই বিমান প্রতিরক্ষা খাতে কৌশলগত ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে।

 

ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের ৪৩তম বার্ষিকীতে বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনী (রহ) এর স্মরণে সোমবার রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

 

জেনারেল হাজিজাদেহ বলেন, খুব শিগগিরই কৌশলগত ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হবে। এ ক্ষেপণাস্ত্র বেশ আগেই তৈরি করা হয়েছে এবং বর্তমানে সেটি আইআরজিসি'র যুদ্ধ সক্ষমতার অংশ।

 

ইরানের ওপর কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে বড় রকমের সফলতা অর্জন করেছে তেহরান।


মন্তব্য
জেলার খবর