ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৯ শিশুসহ ১৪ জন আহত হয়েছে। আহতদেরকে চরফ্যাশন হাসপাতাল থেকে জলাতষ্কের ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১২ পযর্ন্ত সময়ে উপজেলার পর্যটন এলাকা বেতুয়া প্রশান্তি পার্ক, আছলামপুর ইউনিয়ন, মাদ্রাজ ইউনিয়নের হামিদপুর ও জিন্নাগড় ইউনিয়নের ফ্যাসনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জিন্নাগড় ইউনিয়নের শফিউল্লাহ মিয়া (৬০), মোঃ রাকিব (৪) বেতুয়া স্লুলিজ এলাকার অলিউদ্দিন(৩৫), ফাতেমাবাদ এলাকার নুহা (৫), আসলাপুর ইউনিয়নের শারমিন (৬), মাদ্রাজ ইউনিয়নের নতুন স্লুলিজ এলাকার জিহাদ (১১), শামিমা (১৭), শাহিনুর (২২), আয়েশাবাগ গ্রামের আহাদ (৭), সানজিদা (৭), ইয়াছিন (১০) ফরাদ (৯), শারমিন (৬), হাজারীগঞ্জ ইউনিয়নের আটকপাট এলাকার মেহেদী হাসান (১০)।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক বলেন, গুরুতর আহত না হওয়ায় কাউকেই ভর্তি করা হয়নি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান জানান, প্রজনন মৌসুমে কুকুরের উপদ্রব দেখা দেয়। তখন গবাদী পশুসহ মানুষ আক্রান্তের খবর পাওয়া যায়। এ সময়ে মানুষকে কামড়িয়ে আক্রান্তের কারণ স্পষ্ট নয়।
কামরুজ্জামান শাহীন/এমকে