ভোলায় অজ্ঞাত দুই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

২২ জুলাই ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনের মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটির বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে বলে ধারণা পুলিশের।বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধারের আগে তাদের একজনকে প্রশান্তি পার্ক সংলগ্ন এলাকায় ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে অপর লাশটি দেখতে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীদের একজন পর্যটক আরিফ হোসেন জানান, সন্ধ্যার আগে পার্কটিতে ঘুরতে গিয়েছিলেন তিনি। মেঘনা নদীর তীরে হেঁটে যাওয়া সময় একটি ভাসমান লাশ দেখতে পান। ঘটনাটি জানানো হলে ঘটনাস্থলে আসে পুলিশ।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া বলেন, লাশ দুটি শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

কামরুজ্জামান শাহীন/এমকে

 

 

 

 

 

 

 


মন্তব্য
জেলার খবর