কৌশলগত ভালো অবস্থানে তালেবান : মার্কিন জেনারেল

২২ জুলাই ২০২১

আফগানিস্তানের ৪০০ জেলার মধ্যে ২০০টি দখলে নেয়ার পর মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি স্বীকার করে নিয়েছেন- কৌশলগত দিক দিয়ে ভালো অবস্থানেই রয়েছে তালেবান। শুধু তাই নয়, বাকি জেলাগুলোতে পূর্ণ দখল নেয়ার আশঙ্কা উড়িয়ে দেয়ার সুযোগ নেই বলেও মনে হয় তার।

 

বুধবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

আফগানিস্তানে দীর্ঘদিন আত্মগোপন থেকে মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই করছে তালেবান। সম্প্রতি তারা প্রকাশ্যে আসতে শুরু করেছে।

 

মাইলি বলেছেন, ‘তালেবান জঙ্গীগোষ্ঠী আফগানিস্তানের অর্ধেকের বেশি প্রাদেশিক রাজধানীর উপকণ্ঠে হামলা জোরদার করার পরিপ্রেক্ষিতে আফগান নিরাপত্তা বাহিনী রাজধানী কাবুলসহ গুরুত্বপূর্ণ শহরগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় ব্যস্ত।’

 

 


মন্তব্য
জেলার খবর