থেমে নেই অর্থনীতি সমৃদ্ধির চাকা

২৪ জুলাই ২০২১

চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও থমকে দাঁড়ায়নি দেশের অর্থনীতি। রফতানি ও রেমিট্যান্সের ওপর ভর করে অব্যাহত রয়েছে অর্থনীতির পুনরুদ্ধার। নিজেদের এক প্রতিবেদনে এ ভালো খবরটি জানিয়েছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)। স্থানীয় সময় শুক্রবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে প্রতিবেদনটি প্রকাশ হয়।

আউটলুক (এডিও) সাপ্লিমেন্ট প্রতিবেদনটিতে সদ্য বিদায়ী অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি জানানোর পাশাপাশি চলতি অর্থবছরে (২০২১-২২) এশিয়ার অর্থনীতি সম্পর্কে পূর্বাভাস দেয়া হয়েছে। গত এপ্রিলেও এ এডিও প্রকাশ করলেও জুলাইতে এর সম্পুরক প্রতিবেদন প্রকাশ করলো ব্যাংকটি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশের রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬ শতাংশে। ৩৯ দশমিক ৫ শতাংশে উন্নতি হয়েছে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার আয়। প্রথম ১০ মাসে ১২ দশমিক ৯ শতাংশ বেড়েছে রাজস্ব আদায়। এভাবেই দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার অব্যাহত রয়েছে।

এদিকে বাংলাদেশ ও ভারতসহ কয়েকটি দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২১ সালের জন্য এশিয়ার অর্থনীতি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আগের চেয়ে কিছুটা কমিয়েছে। এপ্রিলে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিলেও জুলাইয়ে বলা হয়েছে ৭ দশমিক ২ শতাংশের কথা। আর দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ৯ দশমিক ৫ এর পরিবর্তে ৮ দশমিক ৯ শতাংশের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ২০২২ সালের জন্য ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর