প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মাটিতে পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ। শুক্রবার স্বাগতিকদের দেয়া ১৬৭ রানের লক্ষ তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৩ রান করে সফরকারীরা। ফলে ২৩ রানের জয় পায় আফ্রিকার এ দলটি।
আজ শুক্রবার সিরিজে টিকে থাকার মিশনে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৬ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে ছিল মাহমুদুল্লাহরা। দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজে ১-১ সমতা আসল। ফলে সিরিজের শেষটি হবে শিরোপা নির্ধারণী। আগামী রোববার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিতক হবে।
হারারের স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। সর্বোচ্চ ৭৩ রান করেন মাধেভেরে। এ ছাড়া মারুমানি ৩, চাকাভা ১৪, মায়ার্স ২৬, রাজা ৪, বার্ল ৩৪ ও জঙ্গুয়ে ২ রান করেন।
শরিফুল ৩টি এবং সাকিব ও মেহেদী ১টি করে উইকেট নেন।
জিম্বাবুয়ের দেওয়া ১৬৭ রান তাড়া করতে নেমে শুরুতে থেকেই নড়বড়ে ছিল বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ২৯ রান করেন শামীম। এছাড়া নাঈম ৫, সৌম্য ৮, মেহেদী ১৫, সাকিব ১২, মাহমুদউল্লাহ ৪, আফিফ ২৪, নুরুল ৯, সাইফউদ্দিন ১৯, তাসকিন ৫ ও শরিফুল ০ রান করেন।
মাসাকাদজা ৩ টি এবং মুজারবানি ও চাতারা ২টি করে উইকেট নেন।