ঈদের শুভেচ্ছা জানিয়েছে ফুটবল জায়ান্টরা

২২ জুলাই ২০২১

মহামারি করোনাভাইরাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সারাবিশ্বে পালিত হলো ঈদুল আজহা। বিশ্বর সকল ইসলাম ধর্মের মানুষ কোরবানির মাধ্যমে দিবসটি উদযাপন করে। মুসলমানদের এ খুশির দিনে ভক্তদের ঈদের মুভেচ্ছা জানিয়েছে ফুটবল জায়ান্ট ক্লাবগুলো।

 

&dquote;&dquote;

নেইমার-মেসিদের ক্লাব পিএসজি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটিসহ অনেক আলাদাভাবে তাদের ওয়েব সাইটে/সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। লিওনেল মেসির ক্লাব বার্সেলোনা নিজেদের টুইটারে আরবি হরফে ঈদের শুভেচ্ছা জানানো একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘শুভ হোক পবিত্র ঈদুল আজহা। সারাবিশ্বে ছড়িয়ে থাকা বার্সেলোনা ভক্তদের জানাই ঈদ মোবারক।’

 

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানসিটি তাদের অফিসিয়াল টুইটারে রিয়াদ মাহরেজ, রুবেন দিয়াজ ও ফিল ফডেনের একটি দারুণ ছবি পোস্ট করে লিখেছে, ‘সারাবিশ্বের সব মুসলমানকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’

 

এক ভিডিও বার্তায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে নেইমার-এমবাপ্পেদের ক্লাব। ওই ভিডিওতে জিয়ানলুইজি দোন্নারুমা, আশরাফ হাকিমি ও সার্জিও রামোস। ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘সারা বিশ্বের প্রত্যেককে জানাই ঈদ মোবারক।’

 

লিভারপুলও তাদের লোগোর একটি ছবি পোস্ট করে সামাজিক মাধ্যম টুইটারে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সেখানে লিখেছে, ‘সব রেড ভক্তদের জন্য ঈদের শুভেচ্ছা।’


মন্তব্য
জেলার খবর