বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলে সক্রীয় সদস্য ছিলেন নাসির হোসেন। দল থেকে বাদ পড়ার পর নানা বিতর্কে জড়িয়ে আর দলে ফেরা হয়নি বলেই অনেকে মনে করেন। বিভিন্ন সময় নানা বিতের্কর জন্ম দিয়েছেন তিনি। সর্বেশেষ কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করে নতুন বিতর্কের শুরু হয়। আরেক জনের স্ত্রী ছিলেন এই তামিমা। আট বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে তার। এ বছরের ১৪ ফেব্রুয়ারি যুগলবন্দী হন এ জুটি।
বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে যুগল ছবি পোস্ট করে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নাসির-তামিমা। বিয়ের পর স্ত্রী তামিমার সাথে এটিই প্রথম কোরবানির ঈদ নাসিরের। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে স্ত্রী তামিমার সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে নাসির লিখেছেন, ‘এ বছরের ঈদ সবার জন্য বয়ে আনুক আনন্দ ও সুখ-সমৃদ্ধি। আল্লাহ সবাইকে অনুগ্রহ করুন। ঈদ মোবারক।’