তার সরকার দেশকে বদলে দিয়েছে, তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তার দলকেই ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের ওপর তাদের আস্থা আছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এ আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হয়।
শেখ হাসিনা বলেন, তার সরকারের সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখা হয়েছে, এ সময়ে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে। বর্তমানে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ, মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ মার্কিন ডলার। শেখ হাসিনা আরও বলেন, তার দল ক্ষমতায় বলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। দেশের শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সব সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি আমরা। দেশের একজন মানুষও গৃহহীন থাকবে- এমন অঙ্গীকার আবারও পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
এমকে