২ দিন আগে নিখোঁজ যুবকের লাশ পাওয়া গেল খালে

২৪ জুলাই ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলায় নিখোঁজের ২ দিন পর খাল থেকে সাইদুর রহমান সামি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সদর উপজেলার শেরে বাংলা বাজার এলাকার খালটিতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সামির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সামি ভোলা পৌর ৬নং ওয়ার্ডের দরগা রোড এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে। তার বড় ভাই ঈমন জানান, সামি মানসিক ভারসাম্যহীন। এর আগেও সে দুই-তিনবার আত্মহত্যার করার চেষ্টা করেছিল। এ বিষয়ে থানায় জিডি রয়েছে।

সামির দুই ভাই ঈমন ও সাইফুর রহমানের বরাত দিয়ে ভোলা সদর ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) জসিম উদ্দিন বলেন, ঈদের দিন বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি সামি। এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি।

জসিম উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

কামরুজ্জামান শাহীন/ এমকে


মন্তব্য
জেলার খবর