পুরোপুরি ইসলাম মেনে চলতে চাই : সানাই

২২ জুলাই ২০২১

মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। বেশ কয়েক বছর মডেলিং ও সিনেমায় অভিনয় করেছেন। তবে সামাজিক মাধ্যমে নিজের আপত্তিকর ছবি-ভিডি ‘র কারণে শোবিজ জগতে তেমন কোনো উন্নতি করতে পারেননি। বরং জন্ম দিয়েছিলেন নানা সমালোচনার।

 

এবার অভিনয় ছেড়ে ধর্মের পথে জীবনযাপন করার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। সেখানে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়।

 

সানাই জানান, ‘ইসলামের ছায়াতলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেরেছি। অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার। বাকিটা মহান আল্লাহর ইচ্ছে।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর