মন্তব্য
বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় ফিরতে না পারলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন। কারণ আগামীকাল অর্থাৎ ২৩ জুলাই থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ, যা ৫ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। বুধবার রাতে এক প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
গুজবে কান না দেয়ার আহ্বা জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২৩ জুলাই থেকে বিধি-নিষেধ শুরু হবে। শেষ হবে ৫ আগস্ট। এটা পূর্ব নির্ধারিত প্রজ্ঞাপন। এই ইস্যুতে গুজবে কান দেবেন না।
এই ১৪ দিন যদি আমরা বিধি-নিষেধ মানি, তাহলে সংক্রমণের চেইনটা ভাঙতে পারব। সবাইকে যার যার অবস্থানে থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আরআই