সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

০৯ ফেব্রুয়ারী ২০২২

লেনদেনে অংশ নেওয়া সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। উত্থান দেখা গেছে সূচকেও। আর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনও। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর পরিস্থিতি ছিল এমনই।

ডিএসইর দিকে তাকালে দেখা যায়, ৩৮০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৫৫টির। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ২০ দশমিক ৯৮, ডিএসইএস এক দশমিক ৮১ ও ডিএস-৩০ দুই দশমিক ৬০ পয়েন্ট বৃদ্ধি পায়। দিন শেষে ডিএসইএক্স সাত হাজার ৭২ দশমিক ৭৮, ডিএসইএস এক হাজার ৫১১ দশমিক ৩৭ ও ডিএস-৩০ দুই হাজার ৬১০ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ২১ কোটি ৯৬ লাখ টাকা। লেনদেন হয় এক হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৪২৭ কোটি ৭৯ লাখ টাকা।

অন্যদিকে সিএসইতে ৩০৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টি। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ২৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৪৪ দশমিক ৩৪ পয়েন্টে ও সিএএসপিআই ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭১৪ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২ কোটি ২৭ লাখ টাকার। সে হিসাবে লেনদেন বেড়েছে ২১ কোটি ৫২ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর