ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে ১৬৫টি মরা মুরগী মাটিচাপা দিয়েছেন পৌরসভার মেয়র মোরশেদ। এক-ই সঙ্গে সংশ্লিষ্ট মুরগী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে চরফ্যাশন বাজারের মুরগী ব্যবসায়ী ইয়াছিনের দোকান থেকে এসব মুরগী উদ্ধার করা হয়। জরিমানা করা হয় ইয়াছিনকেই।
ইয়াছিন চরফ্যাশন পৌরসভা ৯ নং ওয়ার্ডের কালিয়াকান্দি এলাকার বাসিন্দা তাজল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোকানটিতে হানা দেন মেয়র। মুরগীগুলো ৩টি বস্তায় ভর্তি করা ছিল। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরের মাধ্যমে এ জরিমানা করা হয়।
ইয়াছিন জানান, সাতক্ষীরা থেকে ব্যবসার উদ্দেশ্যে ৪শ মুরগী ক্রয় করে চরফ্যাশনে নিয়ে আসেন তিনি। গাড়ি থেকে নামানোর পর কিছু মুরগী মৃত অবস্থায় পান। মরা মুরগীগুলো বিক্রির উদ্দেশ্য ছিলো না।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোভন বসাক বলেন, যখন কোনো প্রাণীকে জবাই করা হয়, তখন বিষাক্ত কার্বণ ডাই অক্সাইড রক্তের সাথে বের হয়ে যায়। কিন্তু যখন কোনো প্রাণীকে শ্বাসরোধ করে মারা হয় বা তার স্বাভাবিক মৃত্যু হয়, তখন কার্বন ডাই অক্সাইড ও রক্ত দেহের ভেতরে মাংসের সাথে মিশে যায়। এটা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেকারণেই মৃত প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ।
কামরুজ্জামান শাহীন/এমকে