পতিতাবৃত্তিতে বাধ্য করাতো তারা

২৪ জুলাই ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর রৌফাবাদ সোহাগ কলোনী থেকে নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কব্জা থেকে দুই নারীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, উদ্ধার দুই নারীকে চাকরির প্রলোভনে ডেকে এনে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করাতো আটকরা।

৯৯৯ এ ফোন পেয়ে শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এরা হলো- সুরমা বেগম প্রকাশ সুমি (৩৫), তানজিল হোসেন (২২) ও এমরান হোসেন(২১)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ভুক্তভোগীরা পতিতাবৃত্তিতে রাজি না হলে আটকরা মারধর করতো । বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন চালাতো। এমনকি অশ্লীল ছবি তুলে প্রকাশ করারও হুমকি দিতো।আটকদের নামে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

দিলীপ কুমার তালুকদার/এমকে


মন্তব্য
জেলার খবর