অন্তঃসত্ত্বাকে কাঁধে নিয়ে ৮ কিলোমিটার

২৫ জুলাই ২০২১

ভারতের মধ্য প্রদেশের রাজপুরা গ্রামের সুনিতা (২০) নামে তরুণীর প্রসব যন্ত্রণা ওঠে। সুনিতার পরিবার গ্রামবাসীদের সহায়তায় কাঁধে করে আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাশের রানি কাজল গ্রামে পৌঁছান।

রানি কাজল গ্রামে অপেক্ষমান অ্যাম্বুলেন্সে তুলে দেন সুনিতাকে। ওই অ্যাম্বুলেন্সে করে ২০ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছান সুনিতা।

রাজপুরা গ্রামের যোগাযোগ ব্যবস্থা এতোটাই নাজুক যে সেখানে কোনো যানবাহন চলে না। পাশের গ্রাম থেকে চড়া যায় যানবাহনে।

এনডিটিভি


মন্তব্য
জেলার খবর