মন্তব্য
প্রথম হিজাবী সুপারমডেল হালিমা আদেন। গত বছর তিনি ক্যাটওয়াকে হাঁটা ছেড়ে দেন।
হালিমা বলেন,‘আমি আমার ক্যারিয়ার ত্যাগ করেছি যাতে মুসলিম মডেলরা যেকোনো জায়গায় কথা বলতে জড়তাবোধ না করে। আমি চাই মেয়েরা জানুক, হালিমা তাদের সবার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছিল।’
মডেলিং ছাড়ার বিষয়ে হালিমা আদেন বলেন, ‘আমার হিজাব ক্রমশ ছোট হয়ে আসছিল। আমি এমন এক জায়গায় পৌঁছেছিলাম যেখানে আমি নিজেকে যেভাবে দেখি তার থেকে অনেক দূরে সরে যাচ্ছিলাম।’
বিবিসি বাংলা