মন্তব্য
ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার সিজন ৪-এর বিচারকের আসন থেকে আপাতত বিরতি নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।
স্বামী রাজ কুন্দ্রার জেলে যাওয়া এবং কুকর্মের ফল হারে হারেই পেতে হচ্ছে শিল্পাকে। প্রভাব পড়েছে তার ভাবমূর্তিতে।
রাজকুন্দ্রা ৯টি সংস্থার পরিচালক পদে রয়েছেন। অন্যদিকে শিল্পা শেঠি মোট ২৩টি সংস্থার পরিচালক পদে রয়েছেন।