চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুন্ডে চাঞ্চল্যকর ট্রাকচালক আব্দুর রহমান ওরফে আব্দুল হত্যা মামলায় দুই সহোদরকে গ্রেফতার করেছে র্যাব। রোববার ভোর সাড়ে ৫ টায় সাভার থানাধীন দেওগা এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোরবানির গরু ডাকাতিকালে আবদুল’কে গুলি করে হত্যার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতাররা হলো- জেলার রাউজান থানার চুনাতিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সাদ্দাম হোসেন ওরফে বাচা (৩১) ও তুহিন (১৯)। তারা সীতাকুন্ডের মনোয়ারা বেগমের বাড়ী এলাকায় বসবাস করতেন। তারা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য বলে জানায় র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের উপপরিচালক মেজর মোহাম্মদ নাসির উল হাসান খান জানান, গত ১৬ জুলাই ভোরে সীতাকুন্ডের সলিমপুর এলাকায় কোরবানির গরুবাহী ট্রাকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়, আব্দুর রহমানের ভাই সীতাকুন্ড থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার ছায়াতদন্তে সম্পৃক্ততা ও শনাক্তের পর তাদের গ্রেফতার করা হয়।এ হত্যাকান্ডের নেপথ্যে আরো কেউ জড়িত আছে কি-না তা জানার জন্য তদন্তের পাশাপাশি ছায়া তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে