টোকিও অলিম্পিক : সাঁতারে স্বর্ণ জিতলেন যারা

২৫ জুলাই ২০২১

করোনাভাইরাসের মধ্যেও শুরু হয়েছে টোকিও অলিম্পিক। এতে সাঁতারে পুরুষদের ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন ১৮ বছর বয়সী আহমেদ হাফনাউই। তিউনিসিয়ার এ সাতারু .১৬ সেকেন্ড ব্যবধানে এগিয়ে থেকে স্বর্ণ জিতেছেন। হাফনাউ ২০১৮ সালে যুব অলিম্পিকে ৮ম হয়েছিলেন।

 

এছাড়া টোকিও অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের চ্যাস ক্যালিজ। এটি তার প্রথম অলিম্পিক স্বর্ণপদক। টোকিও অলিম্পিকে নারীদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে স্বর্ণপদক জিতেছে জাপানের ওহাশি উই। এটি তার প্রথম অলিম্পিক স্বর্ণপদক।


মন্তব্য
জেলার খবর