গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২২৮ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় ১১ হাজার ২৯১ জন সন্দেহভাজন রোগীর নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩০ দশমিক ০৪। করোনামুক্ত হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৯ হাজার ২৭৪ জন। সুস্থ হয়েছেন নয় লাখ ৯৮ হাজার ৯২৩ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মৃতদের মধ্যে ১২৫ জন পুরুষ ও ১০৩ জন নারী। এর মধ্যে ১৭৪ জন সরকারি হাসপাতালে, ৪০ জন বেসরকারি হাসপাতালে এবং ১৪ জন বাসায় মারা গেছেন। বিভাগ অনুযায়ী ঢাকায় ৬৯ জন, চট্টগ্রামে ৪০ জন, রাজশাহীতে ২১ জন, খুলনায় ৫০ জন, বরিশালে ৬ জন, সিলেটে ১১ জন, রংপুরে ১৬ জন এবং ময়মনসিংহে ১৫ জন মারা গেছেন।
এমকে