নারীসহ ৩ জনের কাছে মিললো সাড়ে ২৬ হাজার ইয়াবা

২৫ জুলাই ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর নতুন ব্রীজ রাজবাড়ি কনভেনশন সেন্টার এলাকা থেকে সাড়ে ২৬ হাজার পিস ইয়াবাসহ এক নারী ও দুই পুরুষকে আটক ​করেছে র‌্যাব। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৭৯ লাখ টাকা। রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রাম সিপিসি-৩ এর উপপরিচালক মেজর মোহাম্মদ নাসির উল হাসান খান। তার আগে শনিবার সকাল সাড়ে ১১টায় তাদের গ্রেফতার করা হয়।

 

&dquote;&dquote;

 

আটকরা হলো- মোঃ আলম (৩৯), মোশারফ আলী (৩৮) ও সেনোয়ারা বেগম (২৭), তাদের সবার বাড়ি আনোয়ারা থানার বুরুমছড়া গ্রামে।

 

উপপরিচালক জানান, র‍্যাব গোপন সংবাদে জানতে পারে- ঘটনাস্থলে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বেচাকেনার জন্য অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালানো হয়। আটকদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে


মন্তব্য
জেলার খবর