বিক্ষোভে উত্তাল ব্রাজিল

২৬ জুলাই ২০২১

ব্রাজিলে প্রেসিডেন্ট জইর বলসোনারোর অভিশংসনের দাবিতে রিও ডি জেনিরোসহ ব্রাজিলের বড় শহরগুলোতে বিক্ষোভ করেছে দেশটির জনগণ।

চতুর্থ সপ্তাহের মতো চলা এই বিক্ষোভে  লাল পোশাক ও মাস্ক পরে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। 

বলসোনারোবিরোধী বিক্ষোভ চলেছে  ব্রাজিলের ২৬ রাজ্যের ২০টিতে। এই বিক্ষোভের পরিকল্পনা রয়েছে ব্রাজিলের ৪০০টি শহরে। 

 রয়টার্স


মন্তব্য
জেলার খবর