মন্তব্য
নিজের ফেসবুকে এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক বাপ্পারাজ লিখেছেন, প্রিয় মানুষগুলো এক এক করে চলে যাচ্ছে, গোচরে, অগোচরে। নীরবে।
একেকটা খবর শুনি আর মনে হয়, এই বুঝি আমারও ডাক পড়ে গেল। মনকে বোঝাই, এটাই জীবন, এটাই বাস্তবতা, চলে যেতেই হবে, নেই এর বিকল্প। শুধু অপেক্ষা সেই বিদায় ঘণ্টা বাজার!'