১৬ বছর বয়সেই ইসলাম গ্রহণ করেন আয়ানা

২৬ জুলাই ২০২১

১৯৯৫ সালে কোরিয়ায় জন্মগ্রহণকারী অভিনেত্রী আয়ানা মুন ২০১০ সালে মাত্র ১৬ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন।

তিনি মুসলিম নারীদের ফ্যাশন মডেল। একজন হিজাবি মডেল ও সমাজকর্মী হিসেবে ব্যাপক সুনাম কুড়ায়েছেন আয়ানা। 

পরিবারের মধ্যে আয়ানাই প্রথম ইসলাম গ্রহণ করেন। তাঁর ইসলাম গ্রহণের পর তাঁর ভাই আদিয়ান মুন ইসলাম গ্রহণ করেন।

দি ইসলামিক ইনফরমেশন


মন্তব্য
জেলার খবর