সচেতনতা বাড়াতে ২০০ মাইল হাঁটা

২৬ জুলাই ২০২১

যুক্তরাজ্যের ইয়োর্কশায়ারে নিজ বাড়ি থেকে হেঁটে ২০০ মাইল যাত্রা শুরু করেছেন ১১ বছরের বালক জুড।

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বাড়াতে হেবডেন ব্রিজ এলাকার এই ছেলে পদব্রজে লন্ডনে পৌঁছবেন।

২১ দিন ধরে প্রতিদিন ১০ মাইল হাঁটার পরিকল্পনা করেছেন জুড। ডায়ার প্রেডিকশন’ শীর্ষক একটি বই পড়ে উদ্বুদ্ধ হয়েছেন জুড। 

বিবিসি


মন্তব্য
জেলার খবর