প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত চীন

২৬ জুলাই ২০২১

চীনের পূর্বাঞ্চলীয় উপকূলের জওশান শহরে পুতুও এলাকায় ২৫ জুলাই সকাল সাড়ে ১০টায় আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ইন-ফা। ইন-ফার আঘাতে গাছপালা উপড়ে পড়েছে।

ভয়াবহ বন্যা ও বৃষ্টিপাতে বিপর্যস্ত দেশটিতে নতুন দুঃসংবাদ নিয়ে এসেছে এই টাইফুন। দক্ষিণাঞ্চলীয় ব্যস্ত বন্দর সাংহাইয়ের কয়েক ডজন জাহাজ খালি করে দেওয়া হয়েছে।   হাংঝু প্রদেশের সব কটি ফ্লাইট বাতিল করেছে। বন্ধ রাখা হয়েছে ঝেজিয়াং প্রদেশের রেল চলাচল। সাংহাই ও পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

হেনান প্রদেশের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। যেদিকে চোখ যায় কেবল পানি আর পানি। রাস্তাঘাট, বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে পড়েছে। সড়কে নৌকা দিয়ে চলছে উদ্ধার তৎপরতা।  বাড়িঘর তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। নেই বিদ্যুৎ। 

বিবিসি


মন্তব্য
জেলার খবর