মৃত্যু ৩৩, শনাক্ত ৮ হাজারের বেশি

০৯ ফেব্রুয়ারী ২০২২

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।  নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জনের। ১৮ দশমিক ৮৩ শতাংশ নমুনায় এ রোগের জীবাণু পাওয়া গেছে। মোট আক্রান্তের মধ্যে ১০ হাজার ৭২৫ জন সুস্থ হয়েছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট  ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৭০৩ জন, সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪২ হাজার ৭৮৪টি, পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৫৬৪টি। শনাক্তের হার ১৪ দশমিক ৬৮। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৪ জন আর নারী ৯ জন। বিভাগের মধ্যে ঢাকার ১৫ জন, চট্টগ্রামের ৬ জন, রাজশাহীর ৪ জন, খুলনা, সিলেট ও ময়মনসিংহের ২ জন করে আর বরিশাল ও রংপুরে আছেন একজন করে। সরকারি হাসপাতালে ২৭ জন, বেসরকারি হাসপাতালে ৫ জন ও বাড়িতে একজন  মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর