রাতে ফেরেনি বাড়ি, সকালে লাশ মিললো নার্সারিতে

২৬ জুলাই ২০২১

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে বাংড়া গ্রামের একটি নার্সারি থেকে খলিলুর রহমান (২০) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যার দিকে নিজেদের বাড়ি থেকে বের হলেও রাতে আর সেখানে ফেরেননি তিনি।

খলিলুর রহমান গাড়ীদহ মধ্যপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

খলিলুর রহমানের পরিবারের দাবি- তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে অন্য কোথাও হত্যার পর তাকে নার্সারিতে ফেলে রেখে যাওয়া হয়েছে।

খুলিলুর রহমানের চাচা সাইদুর রহমান জানান, করতোয়া নদী সংলগ্ন নার্সারিটির ভেতরে কাদামাটির ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। লাশটি তার ভাতিজার বলে শনাক্ত করেন।

শেরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, লাশে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

 

দীপক কুমার সরকার/ এমকে


মন্তব্য
জেলার খবর