বজ্রসহবৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা

২৬ জুলাই ২০২১

মৌসুমি বায়ুর প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। সোমবার আবহাওয়া অধিদফতর এ কথা বলছে।

বিভিন্ন স্থান হিসেবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা ও রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গার কথা উল্লেখ করা হয়েছে।

মৌসুমি বায়ু সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

এমকে


মন্তব্য
জেলার খবর