রেকর্ড মৃত্যুতে, সঙ্গে শনাক্ত ও পরীক্ষা

২৬ জুলাই ২০২১

একক দিনের হিসাবে দেশে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়, ২৪৭ জন। পরীক্ষাও হয়েছে সর্বোচ্চ সংখ্যক নমুনা, আর শনাক্তও হয়েছে সর্বোচ্চ করোনা রোগী। ৫০ হাজার ৯৫২ টি নমুনা পরীক্ষায় ১৫ হাজার ১৯২টি নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৯ দশমিক ৮২ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।নমুনা সংগৃহীত হয়েছে ৫৩ হাজার ৩১৬টি।করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৫২ জন। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪১ জন এবং নারী ১০৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৫২১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১০ লাখ ০৯ হাজার ৯৭৫ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৭৫ লাখ ছয় হাজার ২৩৩টি। শনাক্তের হার ১৫ দশমিক ৭২।

এমকে


মন্তব্য
জেলার খবর