মন্তব্য
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগ, পশ্চিমা দেশগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যম রাশিয়ার স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়।
চলতি মাসের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নতুন আইন পাস করে রাশিয়া। আগামী ১ জানুয়ারি থেকে আইনটি কার্যকর করতে যাচ্ছে পুতিন প্রশাসন।
আইন মেনে না চললে রাশিয়ায় বন্ধ করে দেওয়া হবে সেসব সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যক্রম। পুতিন বলেন, যদি তারা আমাদের দেশে কার্যক্রম করতে চায়, অর্থ আয় করতে চায় তাহলে তাদের আমাদের আইন মানতেই হবে।
রয়টার্স