গভীর সঙ্কটের দিকে যাচ্ছে পরিস্থিতি?

২৭ জুলাই ২০২১

পরিস্থিতি নিয়ন্ত্রণের সরকারের তরফ থেকে কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করা হয়েছে। কিন্তু লকডাউনের মধ্যেই বেড়ে চলছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা, সঙ্গে নমুনা পরীক্ষাও। শুধু বাড়ছেই না, আগের রেকর্ড ডেঙিয়ে সৃষ্টি হচ্ছে নতুন রেকর্ড। সাধারণ মানুষের ক্ষেত্রে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও মানুষ সেটা মানছেন না। উদ্ভূত পরিস্থিতিতে প্রশ্ন ওঠেছে- তবে কী গভীর সঙ্কটের দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি।

বিশ্লেষকরা মনে করছেন, আরোপিত বিধিনিষেধ ঈদুল আযহা ঘিরে শিথিল করায় পরিস্থিতিকে আরো সঙ্কটে ফেলতে ভূমিকা রাখছে। কারণ এ সময়ে কোরবানির পশুর হাট, হাট-বাজার ও গণপরিবহনে পুরোপুরি মানা হয়নি করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি। ঢাকা থেকে বাস, ট্রাক, লঞ্চে গাদাগাদি করে ঈদ করতে গ্রামে গেছেন মানুষ। ঈদ শেষে শিথিলতার মেয়াদকালে ও ফের বিধিনিষেধের মধ্যেও গাদাগাদি করেই ফিরছেন নগরে। ফলে ঈদ পরবর্তী করোনা সংক্রমণের চাকা কোথায় গিয়ে দাঁড়াবে এবং উদ্ভূত পরিস্থিতি কতটুকু সামাল দিতে পারবে দেশের চিকিৎসা ব্যবস্থা তা নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা।

একক দিনের হিসাবে দেশে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়, ২৪৭ জন। পরীক্ষাও হয়েছে সর্বোচ্চ সংখ্যক নমুনা, আর শনাক্তও হয়েছে সর্বোচ্চ করোনা রোগী। ৫০ হাজার ৯৫২ টি নমুনা পরীক্ষায় ১৫ হাজার ১৯২টি নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। দেশের আট বিভাগের মধ্যে সাত বিভাগেই করোনা আক্রান্ত ব্যক্তির নমুনার জিনোম সিকোয়েন্সে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি)।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে আজ মঙ্গলবার জরুরি বৈঠকে বসছেন সরকারের নীতিনির্ধারকরা। বৈঠকে লকডাউনের বিষয়েও সিদ্ধান্ত হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিব জানিয়েছেন, সংক্রমণ কমাতে বিশেষজ্ঞরা লকডাউনের পরামর্শ দিলেও সেটাও মানুষকে জীবিকার সংকটে ফেলছে। বিষয়টি নিয়েও সরকারকে ভাবতে হচ্ছে।

অন্যদিকে করোনা উদ্ভূত পরিস্থিতিতে জীবন আগে, অর্থনীতি পরে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে কঠোর বিধিনিষেধ কঠোরভাবে মানাতে ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের বৈঠক অনির্ধারিত আলোচনায় এ নির্দেশনা দেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

 

এমকে


মন্তব্য
জেলার খবর