বৃষ্টিপাতের সম্ভাবনা, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

২৭ জুলাই ২০২১

আগামী ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেও। আর কোথাও কোথাও হতে পারে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি। মঙ্গলবার পূর্বাভাসে এ কথা জানায় আবহাওয়া অধিদফতর।

উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় ফের লঘুচাপ সৃষ্টি হয়েছে। আর এর প্রভাবে এ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদফতর।

এদিকে লঘুচাপ সৃষ্ট পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী বন্দরগুলোর জন্য এ সংকেত ১ নম্বর দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, চারদিন আগে সৃষ্ট লঘুচাপ মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলে যায়। তার আগে ভারতের উপকূলে গিয়ে দুর্বল হয়ে যায় সেটা। মৌসুমি বায়ু প্রসঙ্গে বলা হয়েছে, দেশের ওপর মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর