মন্তব্য
বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে জমিতে হালচাষের সময় বজ্রপাতে একসঙ্গে মারা গেলেন বাবা ও ছেলে। মঙ্গলবার বেলা ১০ টার দিকে সরিষাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সরিষাবাদ গ্রামেরই বাসিন্দা আব্দুস সামাদ (৪৫) ও তার ছেলে হাবিবুর রহমান (১৪)। বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সরিষাবাদ দক্ষিণ মাঠে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করছিলেন তারা। হাবিবুর রহমান মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করতো। হালচাষে বাবাকে সহযোগিতা করছিল সে। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দীপক কুমার সরকার/এমকে