পাহাড় ধসে ৫ জনের মৃত্যু, বেশিরভাগ শিশু

২৭ জুলাই ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় ৫ জন মারা গেছেন। এ সময় এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারী বর্ষণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। এ ঘটনায় হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ভারী বর্ষণে ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের অন্তত লক্ষাধিক বসতঘর পানির নিচে তলিয়ে গেছে।

কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আমীন পারভেজ পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসরত লোকজন এলাকা ছাড়তে চায় না। সরানোর চেষ্টা করা হলেও অন্য কোথাও যেতে চায় না। ঝুঁকি নিয়েই পাহাড়ে থাকতে চায়।

জানা গেছে, মঙ্গলবার ভোর থেকে টানা এ বর্ষণ হয়। প্লাবিত ক্যাম্পগুলো হলো— কুতুপালং ক্যাম্প-৫, বালুখালী ১ নং ক্যাম্প, টেকনাফের ২৬ নং ক্যাম্প, জামতলী ক্যাম্প, হাকিমপাড়া, ২৪ নং ক্যাম্প, ২৭ নং ক্যাম্প ও মধুছড়া।

অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা নয়ন বলেন, পাহাড় ধসে নিহতদের অধিকাংশই শিশু।তাদের পরিচয় নিশ্চিত হতে আরো সময় লাগবে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে


মন্তব্য
জেলার খবর