সাংবাদিক পরিবারে হামলা, গ্রেফতার-৪

২৭ জুলাই ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাসনের দুলারহাটে দুই সংবাদ কর্মীর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২ টার দিকে দুলারহাট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- আহম্মদপুর গ্রামের সগির আহম্মদের ছেলে হিরন, একই এলাকার হাবিবুল্লার ছেলে আল আমিন, ফারুখের ছেলে শরীফ ও সগির আহম্মদের ছেলে হান্নান। পুলিশ বলছে, তারা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য।

জানা গেছে, গত ২০ জুলাই সম্পত্তি দখল ও সম্পত্তিতে থাকা নারিকেল গাছের নারকেল সংগ্রহ নিয়ে স্থানীয় সংবাদ কর্মী নোমান ও সিরাজুল ইসলামের সঙ্গে বিবাদে জড়ায় স্থানীয় মতিন মাঝি ও হানিফসহ তাদের লোকজন। এ সময় সংবাদকর্মী দুজনকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। সম্পত্তিটি এ দুই সংবাদকর্মী বাবার।

এদিকে এ ঘটনায় নোমান শনিবার দুলারহাট থানায় একটি জিডি করেন। এরপর পুলিশ তদন্ত করতে গেলে ক্ষিপ্ত হয় অভিযুক্তরা, সোমবার সন্ধায় দেশীয় অস্ত্র নিয়ে এ দুই সংবাদ কর্মীর বাড়িতে হামলা চালায়। হামলায় নুরুল ইসলাম, আনোয়ার হোসেন ও রোজিনা বেগমসহ ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নুরুল ইসলাম সোমবার রাতে দুলারহাট থানায় ১২ জনকে আসামী করে একটি মামলা করেন।

দুলারহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন বলেন, গ্রেফতাররা ওই মামলায় এজাহারভূক্ত আসামি। তাদেরকে মঙ্গলবার সকালে চরফ্যাশন আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

 

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর