মন্তব্য
অর্থনৈতিক মন্দা ও করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার কারণে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেম মিসিসিকে বরখাস্তের পর সোমবার রাতে দেশে এক মাসের কারফিউ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলবে এই কারফিউ।
কারফিউ চলাকালে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে জরুরি প্রয়োজনে বের হওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
তিউনিশিয়ার পার্লামেন্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে দেশটির সবচেয়ে বড় দল এন্নাহাদার সমর্থকরা। অবস্থান নেয় প্রেসিডেন্ট সাইদের শত শত সমর্থকরাও। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেশ কয়েকটি বড় শহরে ক্ষমতাসীন দল এন্নাহাদার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।
দ্য গার্ডিয়ান ও আল-জাজিরা