মন্তব্য
মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণী অভিনেত্রী যশিকা আনন্দ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, মহাবলিপুরমের ইস্ট কোস্ট রোডে দিয়ে প্রচণ্ড গতিতে গাড়িটি যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। প্রায় দুমড়েমুচড়ে গিয়েছে গাড়িটি।
যশিকা ছাড়াও তার তিনজন বন্ধু ছিল গাড়িতে। ঘটনাস্থলেই যশিকার এক বান্ধবীর মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই প্রত্যেকের চিকিৎসা চলছে।