বাড়াল সোনার দাম, কার্যকর বৃহস্পতিবার

০৯ ফেব্রুয়ারী ২০২২

দেশের বাজারে গড়ে প্রতি ভরিতে ১ হাজারের বেশি টাকা বাড়ানো হয়েছে সব মানের সোনার দাম। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে  নতুন দর কার্যকর হবে। এদিন থেকে ২২ ক্যারেটের সোনা কেনাবেচা হবে ভরি প্রতি ৭৪ হাজার ৯৯৯ টাকায়। বুধবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দরে ভরি প্রতি ২১ ক্যারেট ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকায়, ১৮ ক্যারেট ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকায় ও সনাতন ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকায় কেনাবেচা হবে। নতুন দরের আগে ভরি প্রতি ২২ ক্যারেট ৭৩ হাজার ১৩৩ টাকায়,  ২১ ক্যারেট ৬৯ হাজার ৯৮৪ টাকায়, ১৮ ক্যারেট ৬১ হাজার ২৩৬ টাকায় ও সনাতন পদ্ধতিতে সোনা ৫০ হাজার ৯১৩ টাকায় বিক্রি হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর