লকডাউন তুলে নিচ্ছে মেলবোর্ন

২৮ জুলাই ২০২১

অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের লকডাউন  মঙ্গলবার মধ্যরাত থেকে তুলে নেয়া হয়েছে। করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন (ভ্যারিয়েন্ট) ডেল্টা নিয়ন্ত্রণে আসায় শহরটিতে করোনা সম্পর্কিত বিধিনিষেধ আর থাকছে না।

 মেলবোর্নের পার্শ্ববর্তী রাজ্য সাউথ অস্ট্রেলিয়াতেও লকডাউন শিথিল করা হচ্ছে। তবে দেশটির সবচেয়ে বড় শহর সিডনিতে লকডাউন থাকছে। 

ভিক্টোরিয়া রাজ্য থেকে পঞ্চম লকডাউন উঠে যাচ্ছে মঙ্গলবার মধ্যরাত থেকে। তবে কমপক্ষে দুই সপ্তাহ কেউ কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারবেন না। জনসমাগমেও থাকবে সীমাবদ্ধতা। স্কুল, রেস্তোরাঁ এবং দোকানপাট ফের খুলে দেয়া হলেও সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।

এএফপি ও এনডিটিভি


মন্তব্য
জেলার খবর