করোনার সংক্রমণ প্রতিরোধে গ্রাম পর্যায়ে টিকা দেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। জাতীয় পরিচয়পত্র ( এনআইডি) দেখিয়ে রেজিস্ট্রেশন করে সরাসরি টিকা নিতে পারবেন সাধারণ মানুষ। মঙ্গলবার স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বক্তব্যে এ তথ্য জানা গেছে।
এদিকে একই দিনে দেশের সব ইউনিয়নে টিকাদান কেন্দ্র স্থাপনের কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর এনআইডি দিয়ে টিকা পাওয়ার বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও।
প্রধানমন্ত্রী বলেন, করোনার টেস্ট নিয়ে গ্রামের মানুষের মধ্য এখনো অনাগ্রহ রয়েছে। তাদের ধারণা- টেস্টে করোনা আছে শুনলে অচ্ছুৎ হয়ে যাবে, মানুষ মিশবে না—এ ভয়। কিন্তু টেস্ট করলে চিকিৎসা হবে, অন্যকে সংক্রমিত করবে না; নিজে বাঁচবে, অন্যকে বাঁচাবে—এ ধারণা মানুষের মধ্যে দিতে হবে। এটা আমাদের সব নেতাকর্মী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে।
শেখ হাসিনা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক যোগ্য সবাইকে টিকা নেয়ার ব্যবস্থা করে দিচ্ছে তার সরকার। টিকার চাহিদা মেটানোর জন্য টাকাও রাখা আছে। প্রয়োজনে আরো টাকা খরচ করা হব। তিনি জানান, ইতোমধ্যে ১ কোটি ৮৭ লাখের কাছাকাছি টিকা দেয়া হয়ে গেছে। আরো টিকা দেয়া হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। গণভবন থেকে ভারচুয়ালি সংযুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী।
এমকে