শিক্ষার মর্যাদা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে: ফখরুল

২৮ জুলাই ২০২১

দলীয় অনুগত, নৈতিক স্খলন ও দুর্নীতির দায়ে অভিযুক্তদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে দেশে শিক্ষার মর্যাদা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের ফোনালাপ ফাঁসের পর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

ভিকারুননিসার অধ্যক্ষ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ফাঁস হওয়া ফোনালাপেই বোঝা যায়- কী তার পরিচয়,কী তার চরিত্র। তিনি শিক্ষক নামের কলঙ্ক। তার হাতে শিক্ষা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী, অভিভাবকসহ কেউই নিরাপদ নয়। বর্তমান অধ্যক্ষকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নতুন অধ্যক্ষ নিয়োগেরও দাবি জানান তিনি।

ভিকারুননিসার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল আরো বলেন,দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেরই একই অবস্থা। সরকার তার দলীয় অনুগতদের বসিয়ে দিয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর