চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামে অবিরাম বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে সৃষ্টি হয়েছে পাহাড়ের ঢালে বসবাসরত মানুষের হতাহতের শঙ্কাও।
এদিকে এ আশঙ্কার কারণে ইতোমধ্যেই নগরীর বিভিন্ন পাহাড়, পাহাড়ের নীচে ও ঢালুস্থানে বসবাসরত শতাধিক পরিবারের প্রায় তিন শতাধিক সদস্যকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
সাগরে লঘুচাপ সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত দুইদিন ধরে মাঝারি ও হালকা বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরো দুই-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানায় চট্টগ্রাম আবহাওয়া অফিস।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন পাহাড়ীয় জায়গা থেকে প্রায় তিন শতাধিক মানুষকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। এদেরকে আল হেরা মাদ্রাসা, রউফাবাদ রশিদিয়া মাদ্রাসা, লালখান বাজার প্রথমিক বিদ্যালয় ও ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয় খোলা আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে খাবারসহ সব সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে