মন্তব্য
সামাজিক মাধ্যমে ফুটফুটে মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনেন হ্যারি পটার সিরিজের অভিনেত্রী আফসান আজাদ। হলাকা বেগুনি রঙের প্রিন্টেড ফুল হাতা পোশাকে দেখা যায় ‘বেবি কাজি’কে। পাশে রাখা একটি চাদরের ওপর একরত্তিকে স্বাগত জানিয়ে লেখা, ‘হ্যালো পৃথিবী’।
ছবি শেয়ার করে আফসান আজাদ লেখেন, ‘ঈশ্বররে আশীর্বাদে আমাদের রাজকন্যা অবশেষে এখানে! গত সপ্তাহে আমাদের সঙ্গে আর্থ-পার্টিতে যোগদান করে ও। এরপর থেকে আমরা তাঁর ভালবাসায় বিস্মিত হয়ে পড়েছি। ঈশ্বর আমাদের সবচেয়ে নিখুঁত, সুন্দর মূল্যবান উপহার দিয়েছে। আমি আপাতত বিরতি নিচ্ছি, এই অব্যক্ত অনুভূতি, প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে চাইছি। আমি নিশ্চিত খুব শীঘ্রই ফিরে আসব’।
হিন্দুস্তান টাইমস