তালেবানকে সহায়তার অঙ্গীকার বেইজিংয়ের

২৯ জুলাই ২০২১

তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানের মাটি কোনওভাবেই চীনের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার আশ্বাস দিয়েছে চীন সফররত তালেবান প্রতিনিধি দলের সদস্যরা।

জবাবে আফগানিস্তানের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে কোনও ধরনের হস্তক্ষেপ না করার ঘোষণা দিয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

একইসঙ্গে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহায়তার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে তালেবান ও বেইজিং। আফগান যুদ্ধের অবসান এবং দেশটির পুনর্গঠনে তালেবান তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ জানিয়েছে চীন।

 রয়টার্স


মন্তব্য
জেলার খবর